ইতিহ্য বাহী শাল বাগান লোহানীপাড়া (বড়পাড়া)
লোহানীপাড়া ইউনিয়ন প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ একটি স্থান। এর অধিকাংশ স্থান শালবন ও অন্যান্য বৃক্ষে পরিপূর্ণ। অত্র ইউনয়নে অনেক নৃতাত্তিক জনগোষ্ঠর মানুষ বসবাস করায় সরকারী ব্যবস্থাপনায় বন বিভাগের আওতায় অনেক শালবন রয়েছে। বহুদূর থেকে শালবন সমূহ সবুজ পাহাড়ের মতো মনে হয়। এই সকল শাল বনে নৃতাত্তিক জনগোষ্ঠির মানুষ শিকার ধরাতে সারাদিন ব্যস্ত দিন কাটায়। আনেকেই আবার এখানে দূরদুরান্ত থেকে আসে বনভোজনের জন্য।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস