নৃতাত্তিক জনযোষ্ঠীঃ বদরগঞ্জ উপজেলার মধ্যে লোহানীপাড়া ইউনিয়নে র্নতাত্তিক জনগোষ্ঠীর বসবাস সবচেয়ে বেশী। নৃতাত্তিক জনগোষ্ঠীল মধ্যে সাওতাল ও উরাও সম্প্রদায়ই সবচেয়ে বেশী। যদিও বর্তমানে নৃতাত্তিক জনগোষ্ঠীর অধিকাংশ মানুষ বাংলা ভাষাতেই কথা বলে তারপরও তাদের নিজেস্ব শিল্প ও সংস্কৃতি আছে। তারা বিভিন্ন পার্বনে তাদের নিজেস্ব সংস্কৃতির নৃত্য গান প্রদর্শন করে থকে। নৃতত্তিক জনগোষ্ঠীর মানুষের আর্থ সামাজিক অবস্থা উন্নয়নের জন্য সরকার লোহানীপাড়া ইউনিয়নে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্র নির্মান করেছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস